ডোবরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা, আলহাজ্ব হযরত মাওলানা শাহ্সুফী আব্দুল গফুর (রহঃ) ইন্তিকাল করেন 02/05/1975 ইং তারিখে, ইন্তিকালের আগে অসিয়ত করেন তাকে যেখানে দাফন করা হবে তার পাশে যেন কুরআন তেলাওয়াত হয়। এই অসিয়ত অনুযায়ী তাঁরই প্রতিষ্ঠিত ডোবরা সিদ্দীকিয়া মাদ্রাসার ছাদ ছাড়া একটি কক্ষে তাঁকে দাফন করা হয় এবং 1975 ইং সালে তাঁর পাশের কক্ষে,তাঁরই সন্তান, ডোবরা দরবার শরীফের পরবর্তী পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নাছের ফখরুদ্দীন আহমাদ (রহঃ) আল গফুরিয়া হিফজখানা প্রতিষ্ঠিত করেন, পরবর্তীতে তিনি এই প্রতিষ্ঠানটিকেই আল গফুরিয়া হাফিজিয়া ইসলামিয়া (দ্বীনিয়া) মাদ্রাসা ও এতিমখানা নামে পূর্ণাঙ্গ মাদ্রাসা হিসাবে পরিচিত করান। বর্তমান প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসাবে আছেন প্রতিষ্ঠাতার সুযোগ্য বড় সাহেবজাদা, পীরজাদা হাফেজ ক্বারী আলহাজ্ব হযরত মাওলানা ড. শাহ্ মুহাম্মাদ খালিদ বিন নাছের। ডোবরা দরবার শরীফের প্রতিষ্ঠান সমূহঃ আল গফুরিয়া হাফিজিয়া ইসলামিয়া (দ্বীনিয়া)… [ আরও পড়ুন ]