দান সম্পর্কে মহান আল্লাহ তা’য়ালার বাণী
- হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা আল্লাহ্ ভীরু হতে পার। সূরা বাকারা – ১৮৩
- নবী করীম (সঃ) বলেন, “মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ করেন, রোযা একমাত্র আমার জন্য আর তার প্রতিদান আমি নিজে দিবো। হাদীসে কুদসী।
- আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যাকাত দাও, যাকাত দানকারী প্রকৃতপক্ষে তার মাল বর্ধিত করে। সূরা আর রুম – ৩৯
- খরচ কর আল্লাহর পথে, নিজের হাতে নিজকে ধ্বংসের মুখে ঠেলে দিওনা। উত্তমরূপে নেক কাজে আঞ্জাম দাও। এভাবে যারা নেক কাজে উত্তমরূপে আঞ্জাম দিতে যতœবান আল্লাহ্ তাদের অবশ্যই ভালবাসেন। সূরা বাকারা – ১৯৫
- যারা আল্লাহর পথে তাদের মাল খরচ (দান) করে তাদের এই খরচকে (দানকে) এমন একটি দানার সাথে তুলনা করা চলে, যা জমিনে বপণ বা রোপন করার পর তা থেকে সাতটি ছড়া জন্মে এবং প্রতি ছড়ায় একশতটি করে দানা থাকে। এভাবে আল্লাহ্ যাকে দেন তাকে বহুগুনে বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবিশাল ও মহাজ্ঞানী। সূরা বাকারা – ২৬১
- তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু খরচ (দান) করে থাক তার যথার্থ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। তোমাদের উপর কোনরূপ অবিচার করা হবে না।
সূরা বাকারা – ২৭২ - তোমরা কিছুতেই প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না, যে পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তুগুলোকে আল্লাহর পথে ব্যয় করবে। সূরা আল-ইমরান – ৯২
- হে মুমিনগণ, তোমরা দান কর, আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে, সেদিন আসার পূর্বেই যেদিন বেচাকেনা, কোন বন্ধুত্ব এবং কোন সুপারিশ চলবে না।
সূরা বাকারা – ২৫৪ - যারা স্বচ্ছল অবস্থায় ও অস্বচ্ছল অবস্থায় দান করে, যারা ক্রোধ নিয়ন্ত্রণ করে এবং যারা মানুষকে ক্ষমা করে, এসব নেককার লোককেই আল্লাহ ভালবাসেন।
সূরা-আলে-ইমরান ১৩৪, আল-কুরআন।
প্রিয় মুসলিম উম্মাহ্, আচ্ছালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ডোবরা পীর সাহেব হুজুর কেবলা, পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নাছের ফখরুদ্দীন আহমাদ (রহ.) প্রতিষ্ঠিত আল গফুরিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ডোবরা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। বর্তমানে এতিমখানায় প্রায় একশত ছাত্র অবস্থান করে দ্বীন ইলম অর্জন করছে এবং ৯ জন শিক্ষক দায়িত্বরত আছেন। যাদের পিছনে খোরাকী ও অন্যান্য খরচসহ প্রায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা প্রতি মাসে ব্যয় হচ্ছে। এবং ডোবরা পীর সাহেব কেবলা (রহ.) মাদ্রাসা ভবনের ২য় তলার ছাদ করার জন্য আশা করেছিলেন কিন্তু দিয়ে যেতে পারেন নাই। তার এই আশা এবং অসমাপ্ত কাজ আমরা সকলে মিলে করতে চাই। সেজন্য মাদ্রাসা ও এতিমখানা ভবনের ২য় তলার কাজ শুরু করেছি, ভবনের ২৫টি রুমের মধ্যে প্রায় ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা ব্যয়ে ৩টি রুম সম্পূর্ণ হয়েছে এবং আপনাদের সহযোগিতায় আরো ৪টি রুমের ছাদ ঢালাই হয়েছে -আলহামদুলিল্লাহ্। আরও ২টি রুমের ছাদ ঢালাই সহ রুমগুলো সম্পন্ন করতে প্রায় ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা প্রয়োজন। মাদ্রাসা ও এতিমখানা সুন্দরভাবে চলছে এবং চলবে-ইনশাআল্লাহ্। সুতরাং আপনারা নিজে দান করুন এবং আত্মীয় ও বন্ধুদেরকে দানে উৎসাহিত করুন। এভাবে দুঃস্থ, এতিম শিশুদের সার্বিক কল্যাণ সাধনে আপনাদের দান/অনুদান, ছদকা, কাফ্ফারা, যাকাত, ফিতরা, মান্নত ও কুরবাণীর চামড়া বা তার মূল্য “আল গফুরিয়া হাফিজিয়া ইসলামিয়া (দ্বীনিয়া) মাদ্রাসা ও এতিমখানায়” দান করে ছদকায় জারিয়ার অশেষ নেকী হাছিল করতঃ প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা করবেন বলে আশা রাখি। মহান আল্লাহ্ তা’য়ালা আপনার প্রতি সর্বক্ষণ রহমত করুন, আপনার নেক নিয়্যতকে পূরণ এবং দানকে কবুল করুন – আমীন।
যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা
একাউন্ট শিরোনাম: আল গফুরিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, সঞ্চয়ী হিসাব নম্বর : ১৪৮০২০৩৮২৩১১৮ (৩৮২৩১) ইসলামী ব্যাংক, ফরিদপুর শাখা।
মোবাইল : ০১৭১১-২৬০৮৯৪ (বিকাশ), ০১৮৫৫-৯৫৪১৫৪ (মাদ্রাসা) E-mail : mdkhaledbinnaser@yahoo.com, Web : www.dobradarbarsharif.com
ডোবরা দরবার শরীফ, চিতারবাজার, বোয়ালমারী, ফরিদপুর।