বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
Updates

ডোবরা দরবার শরীফের মাহফিল সমূহ

মাসিক জিকির মাহ্ফিল:
জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত ৬ মাস, বাংলা মাসের শেষ সোমবার।

আশুরা উপলক্ষে মীলাদ ও দোয়ার মাহ্ফিল:
১০ই মহররম।

ঈদে মীলাদুন্নবী (সঃ) ও মীরাজুন্নবী (সঃ) উপলক্ষে মীলাদ মাহ্ফিল:
১২ই রবিউল আউয়াল ও ২৬শে রজব।

লাইলাতুল বরাত এবং লাইলাতুল ক্বদর উপলক্ষে মীলাদ ও দোয়ার মাহ্ফিল:
১৪ই শা’বান এবং ২৬শে রমজান।

মাদ্রাসার আদায়কারী, দানকারীদের সম্মানে ইফতার ও দোয়ার মাহ্ফিল:
২৪শে রমজান।

দাদা হুজুর পীর কেবলা (রহ.) এর ইন্তেকাল দিবসে দোয়ার মাহ্ফিল:
১৯শে বৈশাখ মোতাবেক ২রা মে।

ইছালে ছওয়াব মাহ্ফিল:
পীর সাহেব হুজুর কেবলা (রহ.) ইন্তেকাল দিবসে ২৫শে পৌষ মোতাবেক ৯ই জানুয়ারি

উক্ত মাহ্ফিল গুলিতে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকী হাসিল করুন।

ডোবরা দরবার শরীফের নির্ধারিত মাহ্ফিলগুলিতে অংশগ্রহণের সময় আপনারা কমপক্ষে ২/৫ কেজি চাউল/অন্যান্য খাদ্য সামগ্রী সাধ্য অনুযায়ী মাহ্ফিলে তবারকে শরীক হতে এবং আল গফুরিয়া হাফিজিয়া ইসলামিয়া (দ্বীনিয়া) মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের জন্য হাতে করে নিয়ে আসবেন। আপনাদের এই সাহায্য মহান আল্লাহ্ তায়ালা কবুল করুন-আমীন।

আল্লাহর ওয়াস্তে মান্নত করুন

সমস্ত বিপদ, আপদ, বালা, মুসিবত ও রোগ হতে মুক্তিলাভ এবং নেক মাকছুদ হাসিলের জন্য ডোবরা পীর সাহেব হুজুর (রহ.) এর প্রতিষ্ঠিত “আল গফুরিয়া মাদ্রাসা ও এতিমখানায়” আল্লাহর ওয়াস্তে মান্নত করুন। মান্নতের টাকা, বালা মুসিবত, রোগমুক্তি এবং নেক আশা পূরণ হওয়ার পরে আদায় করবেন।

-ডোবরার বর্তমান গদ্দিনাশীন পীর সাহেব

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট