ডোবরা দরবার শরীফে কওমী, আলিয়া এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত সুযোগ্য শিক্ষক ও দক্ষ পরিচালকমন্ডলী দ্বারা পরিচালিত, ডোবরা পীর সাহেব হুজুর (রহঃ) প্রতিষ্ঠিত আল গফুরিয়া হাফিজিয়া ইসলামিয়া (দ্বীনিয়া) মাদ্রাসা ও এতিমখানায় সম্পূর্ণ কওমী সিলেবাসে ইবতেদায়ী = ১ম শ্রেণি থেকে জামাতে মিশকাত=দ্বাদশ শ্রেণি পর্যন্ত খোলা হয়েছে এবং আগামী বছর এক শ্রেণি বাড়িয়ে দাওরায়ে হাদীস, দারুল ইফতা পর্যন্ত খোলা হবে, সেই সাথে মক্তব (ক্বিরাত) ও হিফজ (হদর) বিভাগ সুন্দরভাবে চলছে এবং চলবে ইনশাআল্লাহ্। আপনারা সকলেই চান আপনাদের সন্তান সুযোগ্য আলেমে দ্বীন এবং সুশিক্ষায় শিক্ষিত হোক, আর আমাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামায়েতের পাবন্ধী সহ আপনাদের সন্তানদের সুযোগ্য সুন্নী আলেমে দ্বীন হিসাবে গড়ে তোলা। সুতরাং আপনারা সবুজে ঘেরা, কোলাহল মুক্ত, নদীরপার্শ্বে, সম্পূর্ণ পাকা বিল্ডিংয়ে, টাইলস্ দ্বারা সু-সজ্জিত, আধুনিক নিরাপত্তা বেষ্টিত (সিসি ক্যামেরা), লোডশেডিং মুক্ত পরিবেশে, ২৪ঘন্টা শিক্ষকমন্ডলী দ্বারা নিয়ন্ত্রিত অবস্থায় আবাসিক/ অনাবাসিকভাবে আপনাদের সন্তানদিগকে ভর্তি করে, (ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, সেই ফরজ আদায় করতঃ) ছদকায়ে জারিয়ার বিশেষ ছওয়াব অর্জন করুন।
- অভিজ্ঞ কওমী, আলিয়া, জেনারেল শিক্ষক ও দক্ষ পরিচালক মন্ডলী দ্বারা পরিচালিত।
- পল্লী বিদ্যুৎ সহ নিজস্ব জেনারেটর, আই.পি.এস এবং প্রতি রুমে সৌর বিদ্যুতের ব্যবস্থা।
- সার্বক্ষণিক শিক্ষকমন্ডলী দ্বারা ছাত্রদের নিয়ন্ত্রণের মাধ্যমে নির্ধারিত সময়ে নিয়মিত পড়াশুনা, খাওয়া, দাওয়া, নিদ্রা, গোসল ও প্রাইভেট টিউটরের মত দেখা-শুনার ব্যবস্থা।
- হিফজ বিভাগে সাউন্ড সিস্টেমে হদরের মশ্কের সুবিধা।
- বোর্ডিং এর নির্ধারিত মেন্যু অনুযায়ী খাবার পরিবেশন ব্যবস্থা।
- এতিম, গরীব এবং মেধাবী ছাত্রদের জন্য আছে সম্পূর্ণ ফ্রি সুবিধা।
- সমস্ত হিসাব-নিকাশ সফটওয়্যার ভিত্তিক হওয়া।