বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
Updates
পরিচালক / প্রিন্সিপাল

পীরজাদা হাফেজ ক্বারী আলহাজ্ব হযরত মাওলানা ড. শাহ্ মুহাম্মাদ খালিদ বিন নাছের ( প্রিন্সিপাল )

  • যোগদান: ডিসেম্বর ১২, ২০১২
  • জন্ম তারিখ: মার্চ ০৩, ১৯৯০
  • Died Date: N/A
  • রক্তের গ্রুপ: A+
  • যোগ্যতা: এম.এম, এম.এ, এম.ফিল ও পিএইচ.ডি (ডক্টরেট)
  • ফোন নম্বর: ০ ১৭১১-২৬০৮৯৪
  • ইমেইল: drkhaledbinnaser@gmail.com
  • ঠিকানা: মা মঞ্জিল, আছিরুদ্দীন রোড, পশ্চিম খাবাশপুর, ফরিদপুর (বাসা) ডোবরা দরবার শরীফ, চিতারবাজার, বোয়ালমারী, ফরিদপুর (অফিস)
  • পরিচালকের জীবনী

    ডোবরা দরবার শরীফের পীর সাহেব হুজুর, আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নাছের ফখরুদ্দীন আহমাদ (রহঃ) এর ৪ ছেলে এবং ৩ মেয়ের মধ্যে বড় সাহেবজাদা, শাহ্ মুহাম্মাদ খালিদ বিন নাছের, ১৮ই সেপ্টেম্বর ১৯৭৭ সালে নানাবাড়ি খুলনায় জন্ম গ্রহন করেন। ১৯৯২ সালে কুরআন বিশুদ্ধ তেলাওয়াতের ক্বারী খেতাব অর্জন করেন, ১৯৯৪ সালে হিফজ শেষ করেন, ১৯৯৫ সালে ফরিদপুর জেলা, বরিশাল জেলা এবং বরিশাল বিভাগে ইসলামিক ফাউন্ডেশন প্রতিযোগিতায় কুরআন তেলাওয়াতে প্রথম স্থান অর্জন করেন এবং ১৯৯৬ সালে জাতীয় পর্যায়ে মেডেল প্রাপ্ত হন। ২০০০ সালে ছারছিনা মাদ্রাসা হতে স্টার মার্ক নিয়ে দাখিল পাশ করেন, ২০০২ সালে তামিরুল মিল্লাত মাদ্রাসা হতে আলিম পাশ করেন, ২০০৬ সালে ফাজিল এবং ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আল কুরআনে অনার্স করেন, ২০০৭ সালে একই বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স পাশ করেন। ২০০৮ সালে কামিল পাশ করেন। ১২/১২/২০১২ তারিখে প্রিন্সিপাল হিসাবে আল গফুরিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় যোগদান করেন। ২০১৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া হতে এম.ফিল এবং ২০২২ সালে পিএইচ.ডি (ডক্টরেট) ডিগ্রি লাভ করেন। ২০১৮ সালে ফুরফুরা শরীফের আবু ইব্রাহীম সিদ্দিকী আল কুরাইশী (রহঃ) হুজুর তাকে ডোবরা দরবার শরীফের দায়িত্ব প্রদান করেন। বর্তমানে তিনি ডোবরা দরবার শরীফে প্রতিষ্ঠিত আল গফুরিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব ও সভাপতি, আল গফুরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আল গফুরিয়া ঈদগাহ ও গোরস্হানের সভাপতি, আল গফুরিয়া ও আন নাছেরিয়া মাজার সংস্কার কমিটির আহ্বায়ক, সালেক কমিটির আমীর, ইসালে ছওয়াব কমিটির সেক্রেটারী, সালেকীনে ফুরফুরা বাংলাদেশ এর সদস্য সচিব এবং ডোবরা দরবার শরীফের বর্তমান পীর সাহেব হিসাবে দায়িত্ব পালন করছেন। তার বর্তমানে ২ সন্তান বড়জনের নাম: মুহাম্মাদ শাফায়াত বিন খালিদ এবং ছোটজনের নাম মুহাম্মাদ ওয়ালিদ বিন খালিদ।

    পরিচালকের বাণী

    মসজিদ, মাদ্রাসা এবং লিল্লহিয়াতের কোন কিছুই ভাগ বাটোয়ারা হতে পারেনা। সঠিকভাবে পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ সকলের ঈমানী দায়িত্ব ও আমানত। দায়িত্ব পালন এবং আমানতদারী করে ঈমানদারের পরিচয় দেওয়া প্রতিটি মুসলমানের অবশ্য কর্তব্য।

    হোয়াটসাঅ্যাপ চ্যাট
    মেসেঞ্জার চ্যাট